



#ইসলামপুর: রবিবার ইসলামপুর টাউন লাইব্রেরী হলে আরএসপির এক কর্মীসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন আর এসপির সর্বভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য প্রশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে সুসংগটিত করতে ও কর্মীদের উদ্বুদ্ধ করতে এই কর্মীসভার আয়োজন করা হয়।
এদিনের সভা থেকে মনোজ চক্রবর্তী বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যদি সাধারণ মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিএম তথা আরএসপির যথেষ্ট ভালো ফলাফল হবে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে জেলা কমিটির সদস্য প্রশান্ত চৌধুরী বলেন, এই কর্মী সভায় কেন্দ্রীয় সম্পাদকের বক্তব্য সাধারণ কর্মীদেরকে ভোটের আগে উজ্জীবিত করবে বলে আশা করছেন তিনি।
