



#ইসলামপুর: চোপড়ার কাচাকালি এলাকায় মাটি চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। বাড়ির কাজের জন্য মাটি কাটতে গিয়ে সেই মাটিতে চাপা পড়ে মৃত্যুর ওই ঘটনাটি ঘটেছে চোপড়ার কাঁচা কালি এলাকায়। মৃত ব্যক্তির নাম ওসমান। বয়স আনুমানিক ২৭ বছর।
মাটি কাটতে গিয়ে জমিয়ে রাখা মাটি আচমকা ঐ ব্যক্তির উপর পরে। স্থানীয় লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির বাড়িতে স্ত্রী ও তিন শিশু কন্যা রয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
