News Britant

শীতল আবহাওয়ায় দাপটের সাথে খেলে ক্রিকেটে জয়ী ইটাহার হাই স্কুল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, ইটাহারঃ বিজয় আচার্য স্মৃতি উইনার্স এবং বিমলেশ চক্রবর্তী স্মৃতি রানার্স এবং সঞ্জীব সরকার মেমোরিয়াল আন্তঃ বিদ্যালয় সৌহার্দ্য মূলক আমন্ত্রণমূলক ক্রিকেটের ফাইনালে দাপটের সাথে খেলে জয়ী হল ইটাহার হাই স্কুল। রবিবার দুপুরে আকর্ষণীয় ফাইনাল খেলায় তারা পরাজিত করল রায়গঞ্জ ব্লকের শক্তিশালী দল তাহেরপুর হাইস্কুলকে। জানা গেছে,  ইটাহার উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় ইটাহার হাই স্কুল মাঠে উত্তর দিনাজপুর জেলার ৬টি স্কুল ও মালদা জেলার ২টি স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
রবিবার ছিল তার ফাইনাল খেলা। আন্ত বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইটাহার উচ্চ বিদ্যালয় ও রায়গঞ্জ তাহেরপুর উচ্চ বিদ্যালয়। তাহেরপুর হাইস্কুল টসে জিতে ব্যাট করে নির্ধারিত আট ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭০ রান।  জবাবে কোন উইকেট না হারিয়েই ইটাহার উচ্চ বিদ্যালয়ের ওপেনিং  জুটি তুলে নেয় জয়ের জন্য প্রয়োজনীয় রান। ওপেন করতে নেমে সুব্রত সরকার করেন ৩৫, অভিজিৎ চৌধুরী করেন ৩১ রান।
খেলা জিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। অভিজিৎ চৌধুরী জানান, ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুব্রত সরকার (ইটাহারউচ্চবিদ্যালয়), ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মিঠুন ঘোষ  (তাহেরপুর উচ্চ বিদ্যালয়), টুর্নামেন্টে বেস্ট বোলার হয়েছেন জামসেদ আলি (ইটাহার উচ্চ বিদ্যালয়), টুর্নামেন্টের বেস্ট ব্যাটসম্যান হয়েছেন মিঠুন ঘোষ (তাহেরপুর উচ্চ বিদ্যালয়), বেস্ট ফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন সুমন সাহা (ইটাহার উচ্চ বিদ্যালয়)।
ইটাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর ও সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ আলী বলেন, শিক্ষকদের এই খেলা দেখে যাতে পড়ুয়াদের খেলার প্রতি আগ্রহ যাতে বৃদ্ধি পায়, সেই লক্ষ্যেই আন্ত বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রুদ্ধ শ্বাস খেলা দেখতে মাঠ প্রাঙ্গণে ভিড় জমান বহু সাধারণ মানুষ।

Leave a Comment