News Britant

শারীরিক ও মৌখিক হেনস্থার অভিযোগে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি, ভোগান্তি রোগীদের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজার: কর্তব্যরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপর শারীরিক ও মৌখিক হেনস্থার অভিযোগ তুলে সোমবার সকালে থেকে ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি হাসপাতালে কর্মবিরতিতে সামিল হলো ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। এর জেরে ভোগান্তির শিকার হয় চিকিৎসা করতে আসা রোগীরা। পরে পুলিশ, পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃনমুল নেতৃত্ব ও এসিএমওএইচয়ের মধ্যস্ততায় সমস্যা মিটে যায়।পরিস্থিতি স্বাভাবিক হয়।

 এদিন সকাল থেকে আউটডোরে চিকিৎসা বন্ধ ছিল। তবে এমারজেন্সি চালু ছিল আউটডোরে চিকিৎসা বন্ধ থাকায় হাসপাতালের সামনে রোগীদের ভীড় বাড়তে থাকে।ডাক্তার ও নার্সদের অভিযোগ রাতের দিকে কিছু মদ্যপ এসে মাঝেমধ্যে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের উপর শারীরিক ও মৌখিক ভাবে হেনেস্তা করে। গত ২ অক্টোবর এরকম ঘটনা ঘটেছে। আবার গত শনিবারও ঘটে। এতে তারা নিরপত্তার অভাব বোধ করতে থাকেন।

এর জেরেই এদিন কর্মবিরতিতে সামিল হয় ডাক্তার ও নার্সরা। খবর পেয়ে হাসপাতালে আসেন বিএমওএইচ ডাঃঅরবিন্দ মাইতি, আসে মেটেলি থানার পুলিশ, পঞ্চায়ত সমিতির সভাপতি বিক্রম রুন্ডা,তৃনমুল কংগ্রেস ব্লক সভাপতি জোশেফ মুন্ডা, প্রাক্তন সভাপতি আশীষ কুন্ডু সহ অন্যরা। খবর পেয়ে মালবাজার থেকে ছুটে যান এসিএমওএইচ ডাঃ দীপ সামন্ত। তারা ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলেন। অবশেষে দুফুর ১টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। ডাক্তার, নার্সরা কাজে যোগ দেন। 

পরে এসিএমওএইচ ডাঃ সামন্ত বলেন, সমস্যা মিটে গেছে। ডাক্তারবাবু ও নার্সদিদিদের রাতে নিরপত্তার কিছু সমস্যা হয়েছিল তারা অভিযোগ জানিয়েছেন। এজন্য আজ সাময়িক সমস্যা হয়।  এখন থেকে রাউন্ড এবাউট এই হাসপাতালে পুলিশ থাকবে। ওনারাই নিরপত্তার বিষয় দেখবেন। এখন পরিস্থিতি স্বাভাবিক সবাই কাজে যোগ দিয়েছেন। তবে আউটডোর ও এমারজেন্সি চালু ছিল। 

Leave a Comment