



#ইসলামপুর: প্রবল শীতে কাঁপছে গোটা উত্তরবঙ্গে। উত্তর দিনাজপুর জেলার তাপমাত্রা গত কিছুদিন থেকেই ১০ডিগ্রীর নীচে। শৈত্য প্রবাহের জেরে জুবুথুবু অবস্থা জেলার সাধারন মানুষের। সবচেয়ে বেশি করুণ অবস্থা বিভিন্ন দূর পাল্লার গাড়ি চালকদের। প্রবল শীতে রাতের বেলাতেও গাড়ি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় তাদের।
এই পরিস্থিতিতে সমস্যার মধ্যে পড়তে হয় গাড়ি চালকদের। কখনো কখনো ঘটে যায় দুর্ঘটনাও। তাই প্রবল শীতে ট্রাক ও অন্যান্য গাড়ি চালকদের সতেজ রাখতে চা বিস্কুট ও পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করল ইসলামপুরের রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি।
বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী সংস্থা নানান সামাজিক কাজের সাথে যুক্ত। এবারে গাড়ি চালকদের জন্য রাতে এই অভিনব ব্যবস্থার আয়োজন করে এই সংস্থার কর্মকর্তারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যানবাহন চালক থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন।
