



#ইসলামপুর: বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১০৩ তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলাতেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। সোমবার ইসলামপুরে সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে সেলিব্রেট করা হয়।
শুরুতেই সংগঠনের অফিসে কেক কাটা হয়। এরপর অফিস প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত র্যালি বের করা হয়। চৌরঙ্গী মোড় হয়ে র্যালিটি শেষ হয় মহকুমা হাসপাতাল প্রাঙ্গনে। এরপর হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও খাবার বিতরণ করা হয়। আগামী ১৫ই জানুয়ারি একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক, সভাপতি ও অন্যান্য কর্মীরা।
