



#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের অন্তগত টুঙ্গিদিঘী বাসষ্টান্ডে সুলভ শৌচাগার ও পানীয় জলের উদ্বোধন করলেন করণদিঘী বিধায়ক গৌতম পাল।উদ্বোধনী অনুষ্ঠানে এসে করণদিঘী বিধায়ক গৌতম পাল বলেন, সুলভ শৌচাগার ও পানীয় জল ব্যবস্থা ছিলো না সেখানে।
অনেক ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণ অসুবিধায় পড়যেন। এর জন্য সুলভ শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা হলো। এতে টুঙ্গিদিঘী বাসষ্টান্ড সহ পথ চলতি সাধারণ জনগণ উপকৃত হবে। জনগনের অনেক সুবিধা হবে।
