



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বিগত ১ বছর ধরে রাজ্য জুড়ে উদযাপিত হল পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানাবিধ কর্মসূচি। মঙ্গলবার সকালে সংগঠনের পতাকা উত্তোলনের পর পথচলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো থেকে দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের হাতে সহায়ক বই তুলে দিয়ে একবছর ব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি হল বলে জানালেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব।
এদিন সকালে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে অবস্থিত পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দপ্তরের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাবুল চন্দ্র রায়। এরপর সমিতির লড়াই আন্দোলনের ইতিহাস প্রসঙ্গে আলোচনা করেন সংগঠনের জেলা সভাপতি অচিন্ত্য কুমার বসাক। তিনি বলেন, দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের সংগঠন শিক্ষক ও শিক্ষার স্বার্থে লড়াই করে চলেছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের সদস্যদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, বিগত ১ বছর ধরে ৭৫ বর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন হুগলির শ্রীরামপুরে, যেখানে সংগঠনের বীজ বপন করা হয়েছিল, সেখানে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি রাজ্য জুড়ে নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করা হচ্ছে।
মঙ্গলবার সকালে রায়গঞ্জের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবীর সরকার, চঞ্চল জমাদার, গুলজার হুসেন, লিলি ঘোষ, অরূপ কান্তি ঘোষ, দেবাশীষ পাল, পবিত্র পাল, শুভাশীষ দাস, সুজিত ঘোষ, বিজয় রায় চৌধুরী, সন্দীপ দাস, শুভাশিস আচার্য প্রমুখ।
