News Britant

নিজের চাবাগানে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার যুবকের, তদন্তে পুলিশ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজার: বাড়ির পাশে নিজের ছোট চাবাগানের ছাঁয়া গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার যুবকের। এই ঘটনায় মঙ্গলবার সকালে  চাঞ্চল্য ছড়িয়েছে মাল ব্লকের বড়দীঘি বাজার এলাকায়। ঘটনায় তদন্তে নেমেছে মাল থানার পুলিশ।

জানাগেছে, কুমলাই গ্রাম পঞ্চায়েতের বড়দীঘি বাজার সংলগ্ন ভোটডাঙ্গা এলাকায় পরিবার নিয়ে বাস করতেন বছর ৩০য়ের যুবক বাবু রায়। বাড়ির পাশেই রয়েছে তার ছোট প্রজেক্ট চাবাগান। মঙ্গলবার সকালে সেই চাবাগানের একটি ছাঁয়া গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভীড় করে মানুষ।

খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। মৃত বাবু রায়ের বাড়িতে সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী বর্তমান। এমতাবস্থায় এই মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেধেছে। আত্মহত্যা না অন্য কিছু সেনিয়ে তদন্তে নেমেছে মাল থানার পুলিশ। 

Leave a Comment