



#মালবাজারঃ সোমবার থেকে রাজ্যের অন্যান্য এলাকার মতো ডুয়ার্সের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শুরু হয়েছে হাম, রুবেলার টিকা করন কর্মসূচি। লাগাতার পর্যায়ক্রমে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুল গুলিতেও টিকা করন চলবে বলে জানাগেছে। মঙ্গলবার মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার ডামডিম বিএফপি স্কুলে গিয়ে দেখা গেল স্বাস্থ্য কর্মীরা স্কুলে পৌঁছে গেছেন।
লাইন করে নাম নথীভুক্ত করে স্কুল পড়ুয়াদের টিকা দেওয়া শুরু হয়েছে। স্কুলের শিক্ষক নবীন সাহা জানান আজ আমাদের এখানে টিকা করন হচ্ছে, এভাবে পর্যায়ক্রমে সমস্ত সরকারি ও বেসরকারি প্রাইমারি ও মাধ্যমিক স্কুলে টিকা দেওয়া হবে। মেটেলি ব্লকের এক প্রাথমিক শিক্ষক সব্যসাচী ঘোষ জানান, আমাদের স্কুলে আগামী ১৫ জানুয়ারি টিকা করন হবে। এভাবেই বিভিন্ন স্কুলে বিভিন্ন দিনে টিকা করন হবে বলে জানাগেছে।
