News Britant

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#করণদিঘী: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনস্থ রাস্তার কাজের উদ্বোধন হলো উত্তর দিনাজপুর জেলার করণ দীঘি ব্লকের রাসাখোয়া ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। উদ্বোধন করলেন এলাকার বিধায়ক গৌতম পাল। উওর খন্তা থেকে বরদহি পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন হলো এই দিন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘী বিধায়ক গৌতম পাল ছাড়াও করণদিঘী ব্লকের বিডিও নীতীশ তামাং, পঞ্চায়েত সমিতির সভাপতি কামারুজামান সহ করণদিঘীর থানার আইসি পলাশ মহন্ত এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।  এ বিষয়ে বিধায়ক জানান, সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয় এইদিন।

Leave a Comment