



#রায়গঞ্জঃ মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ লোকসভার ৭টি বিধানসভায় একযোগে শুরু হল এম পি কাপ ফুটবল টুর্নামেন্ট। জানা গেছে, প্রতিটি ব্লকের ৪টি করে ফুটবল টিমের খেলা হবে। বিজয়ী ৭টি দল আগামীকাল ১১ই জানুয়ারি কোয়াটার ফাইনাল ও সেমি ফাইনাল খেলবে। এরপর ১২ই জানুয়ারি বিশ্ব যুব দিবসে করণদিঘিতে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।


সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, জেলার আপামর ফুটবল প্রেমী মানুষ এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আশা করছি। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ ব্লকের খেলা শুরু হয় চাপদুয়ার মাঠে এবং হেমতাবাদ ব্লকের খেলা শুরু হয় গৌরাঙ্গ স্মৃতি সংঘের ময়দানে। হেমতাবাদের খেলায় উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী দিলিপ বর্মন, মিহির দাসগুপ্ত, বিপ্লব সরকার সহ অনেকেই। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের তরুন প্রজন্মকে মাঠমুখী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।











