#রায়গঞ্জঃ বুধবার সকালে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম দিবস পালন করা হল। এদিন নাচ, গান, কবিতা ও বিবেকানন্দের বাণী পাঠের মাধ্যমে এই কর্মসূচি পালিত হল। স্কুল সূত্রে জানা গেছে, আগামীকাল প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি থাকায় এদিন এবং আগামী ১৩ই জানুয়ারি দুদিন ধরে চলবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। শুক্রবার ১৩ তারিখ বিবেকানন্দ বিষয়ক ছোট গল্প বলা এবং কুইজ প্রতিযোগিতা রয়েছে বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান।