News Britant

বেসরকারি সংস্থার উদ্যোগে কলকাতা ও স্থানীয় শিল্পীদের ৪দিনের চিত্র প্রদর্শনী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজারঃ কলকাতা, বাঙ্গলুর সহ বিভিন্ন শহরে মাঝেমধ্যে খ্যাত নামা শিল্পীদের হাতে আঁকা বিভিন্ন ছবির প্রদর্শনী হয়ে থাকে।মানুষ তার ড্রয়িংরুম সাজাতে মনের মতো ছবি কেনার সুযোগ পান। ডুয়ার্সে সেই সুযোগ হয় না। চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করার মতো উদ্যোগ হয় না। এই সুযোগ করে দিতে মালবাজার শহরের বেসরকারি বানিজ্যিক প্রতিস্থান “রায় এন্ড কাজিন” ও “টি মোমেন্ট” য়ের যৌথ প্রচেষ্টায় বুধবার থেকে শুরু হলো ৪ দিনের চিত্রকলা প্রদর্শনী ও প্রতিযোগিতা।

 এদিন এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বানিজ্যিক প্রতিষ্ঠানের প্রয়াত কর্নধার নীলমণি রায়ের সহধর্মিণী যূথিকা রায়। উপস্থিত ছিলেন কলকাতা ও মালবাজারের শিল্পীরা।এই উপলক্ষে বৃহস্পতিবার এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পর খ্যাতনামা শিল্পী সুদীপ্ত অধিকারী বলেন, বড় বড় শহরে মাঝেমধ্যে চিত্র প্রদর্শনী হয়। প্রত্যন্ত এই এলাকায় প্রকৃতি তার ক্যানভাস সাজিয়ে রেখেছেন। এই রকম এক জায়গায় এজাতীয় প্রদর্শনী করতে পেরে ভালো লাগছে।

এখানে সাবাইকে আসতে অনুরোধ করছি। আসুন দেখুন, ভালো লাগলে কিনে ড্রয়িং সাজাতে পারবেন। বানিজ্যিক প্রতিষ্ঠানের পক্ষে শুভম গুহ চৌধুরী বলেন, বৃহস্পতিবার বসে আঁকো তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রদর্শনী আগামী ৪দিন দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। স্থানীয় প্রবীণ শিক্ষক তথা স্থানীয় শিল্পী অরুপ বরন চ্যাটার্জি বলেন, এই এলাকায় প্রদর্শনী হলে স্থানীয় শিল্পীরা তাদের চিত্রকলা প্রদর্শনীর সুযোগ পাবে। এজাতীয় উদ্যোগকে সাধুবাদ দিতে হয়। 

Leave a Comment