



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা ক্যুইজ সংস্থার পক্ষ থেকে প্রতি বছর আই.পি.এল এর অনুকরণে যে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, তা এবার অষ্টম বর্ষে পদার্পণ করল। অভিনব এই ক্যুইজ প্রতিযোগিতায় প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ক্যুইজাররা অংশগ্রহণ করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি, জেলার সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সব মিলিয়ে প্রায় ৮০ জন কুইজার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে রেজিষ্ট্রেশন করেছেন।
উল্লেখ্য, আই.পি.এলের অনুকরণে হওয়া এই ক্যুইজ প্রতিযোগিতায় নিজ জেলার ক্যুইজাররা “ডোমেস্টিক” এবং জেলার বাইরের ক্যুইজাররা “ওভারসিজ” হিসেবে অংশগ্রহণ করে থাকে। নির্দিষ্ট পয়েন্টের ভিত্তিতে নিলামের মাধ্যমে এই ছেলে মেয়েগুলো ৬টি ফ্র্যান্চায়সি দলে বিভক্ত হয়ে যায়। এই বছর আগামী ২৬ শে জানুয়ারি ঠিক সেইভাবেই এই ৮০জন ক্যুইজার নিলামের মাধ্যমে ৬টি দলে বিভক্ত হয়ে যাবে।
জেলা ক্যুইজ সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে ৬টি দলের জন্য ৬জন ক্যুইজারকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে, যারা এই নিলামের মাধ্যমে নিজেদের দল তৈরি করবে। এইবছর যে ছয়টি দল অংশগ্রহণ করবে সেগুলো হলো ‘রিপাব্লিক অফ ক্যুইজ’, (অধিনায়ক সৌমিক চৌধুরী); ‘ক্যুইজিকাল বুলস’ (অধিনায়ক সৈকত রায়); ‘ক্যুইজো ডাই অক্সাইড’ (অধিনায়ক অরণ্য মিত্র); ‘কুলিক ব্লাস্টার্স’ (অধিনায়ক অগ্নিব্রত গুপ্ত); ‘রায়গঞ্জ রিউবিক রেবেলস’ (অধিনায়ক সার্থক বিশ্বাস) এবং ‘দ্য রুইনাস গিকস’ (অধিনায়ক সৌভিক ঘটক)।
আয়োজকদের পক্ষে দেবব্রত দাস বলেন, নিলামের পর আগামী তিন মাস এই ছয়টি দল পূর্ণ অনুশীলনের মাধ্যমে তৈরি হবে মূল পর্যায়ের প্রতিযোগিতার জন্য যা অনুষ্ঠিত হবে আগামী ১৪ই এপ্রিল থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গনে। এত বড় অনুষ্ঠান, তাও আবার শুধু ক্যুইজকে কেন্দ্র করে, বিষয়টি সত্যিই প্রশংসনীয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি ভালোভাবে পরিচালনার জন্য চাই অর্থ এবং এই আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের প্রখ্যাত স্বর্ণগহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ওরিয়েন্ট জুয়েলার্স’, জেলার অন্যতম চাকরির পরীক্ষার প্রস্তুতির কেন্দ্র ‘রাইট ক্লিক এডুকেশন’, শহরের অন্যতম সিসি ক্যামেরার বিক্রয়কেন্দ্র ‘মিস্টার ক্রিয়েটিভ’ এবং শহরে প্রখ্যাত রেস্তোরাঁ ‘ক্যাফে আড্ডা’।
এছাড়াও আরও বহু মানুষ ও বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে। ক্যুইজ সংস্থার পক্ষ থেকেও সকলের কাছে সাহায্যের আহ্বান করা হচ্ছে, সকলের সহযোগিতা ও ভালোবাসায় যেন এই ক্যুইজ প্রতিযোগিতা আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে।
