



#ইসলামপুর: গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে মৃত্যু হল ইসলামপুরের একই পরিবারের ছয় জনের।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনাটি ঘটেছে পানিপথে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গাইসাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জাকির বস্তি এলাকার বাসিন্দা তারা। মৃতদের মধ্যে রয়েছে এক দম্পতি, তাদের দুই মেয়ে ও দুই ছেলে।
ওই দম্পতির নাম মহাম্মদ করিম (৪০) এবং আফরোজ বেগম (৩৫)। তাদের দুই মেয়ে রেশমা(১২), ইসরাত জাহান (১৭) ও দুই ছেলে আব্দুস(৭) আফরান (৫)। তারা পানিপথে ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা যায়। বৃহস্পতিবার সকাল ছয়টায় এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকায় ছুটে যান পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি কায়সার ইমাম। তিনি বলেন, ওই দম্পতি খাদির বস্ত্র তৈরি করত। গত দু’বছর আগে তারা পানিপথে কাজ করতে গিয়েছিলেন। সেখানে কিভাবে এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছে না। পরিবারের সকলেই এখন কিভাবে মৃতদেহ গ্রামে নিয়ে আসা হবে তা নিয়ে রয়েছেন চরম উদ্বেগে।
