



#মালবাজারঃ খাবারের সন্ধানে এবার জনবহুল বাজার এলাকার মুদিখানা দোকানে হামলা চালালো বুনো হাতি। দোকানের দেওয়াল ভেঙ্গে সাবার করলো চাল,ডাল সহ যাবতীয় খাদ্যসামগ্রী। ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছেন দোকানের মালিক রহিম বাদশা। বুধবার ভোর রাত্রে ঘটনাটি ঘটেছে মাল মহকুমা’র মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া বাজারে।
ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রসঙ্গত জানা গেছে, বুধবার ভোর সাড়ে চারটা নাগাদ সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে উত্তর ধুপঝোড়া বাজারে। সেখানেই রহিম বাদশার দোকানের দেওয়াল ভেঙ্গে চাল,ডাল সহ যাবতীয় খাদ্যদ্রব্য সাবার করে। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হাতিটি পুনরায় গরুমারার জঙ্গলে চলে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যাক্তি রহিম বাদশা বলেন, “আমি গরিব মানুষ। দোকানের আয় দিয়েই আমার সংসার চলে”। বনদপ্তরের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে ওই এলাকার আসেন তৃণমূলের ২নং অঞ্চল সভাপতি বাপন রায়, বাবু হাসান প্রমুখ। তারাও এবিষয়ে বনদপ্তরের সাথে কথা বলার আশ্বাস দেন। এদিন সকালেই বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। বনদপ্তর সূত্রে জানা যায়, নিদিষ্টভাবে আবেদন করলে সরকারি নিয়ম মোতাবেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
