News Britant

নানা অনুষ্ঠানের মাধ্যমে মাল এলাকায় স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী পালন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজারঃ নানান অনুষ্ঠানের মধ্যে মাল মহকুমা এলাকায় স্বামী বিবেকান্দের ১৬১ জন্মজয়ন্তী ও যুব দিবস পালিত হলো। এদিন সকালে বিজেপির মাল টাউন মন্ডলের পক্ষ থেকে শহরের সুভাষ মোর থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি ঘড়ি মোর, কলোনি, বিবেকানন্দ ক্লাব, বাজার রোড হয়ে গুরজংঝোড়া শেষ হয়। এদিন র‍্যালির নেতৃত্বে ছিলেন মাল টাউন মন্ডল সভাপতি নবীন সাহা, মাল বিধানসভার আহ্বায়ক রাকেশ নন্দী, প্রাক্তন সভাপতি দেবাশীষ পাল প্রমুখ। 

এদিন সকাল ১০টায় স্থানীয় বিবেকানন্দ ক্লাবে লায়ন্স ক্লাব অফ মাল টাউন ও শিলিগুড়ি নেত্রালয়ের তরফে বিনামূল্যে চোখ,দাঁত, সুগার, উচ্চ রক্তচাপ সহ একাধিক রোগের চিকিৎসা শিবির করা হয়। স্বামীজীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ দিয়ে শিবিরের উদ্বোধন করেন মাল থানার আইসি সুজিত লামা। উপস্থিত ছিলেন মাল পৌরসভার প্রথম চেয়ারম্যান প্রদীপ ব্যানার্জি, লায়ন্স ক্লাব টাউনের বিশ্বনাথ পোদ্দার, প্রাক্তন পৌর সদস্য নির্মলেন্দু সরকার সহ অন্যান্যরা। পরে বিশ্বনাথ বাবু জানান, এদিন ১৪২ জনের পরীক্ষা করা হয়।

তারমধ্যে ৯ জনের চোখে ছানী সহ অন্যান্য সমস্যা ধরা পড়ে। ৬ জনকে পরবর্তী চিকিৎসার জন্য শিলিগুড়ি পাঠানো হয়েছে। শ্রবণযন্ত্র দেওয়া হয়েছে। এদিন বাতাবাড়িতে দিশারি কোচিং সেন্টার ও বিবেকানন্দ যুব পাঠচক্রের পক্ষ থেকে স্কুল পড়ুয়া ও স্থানীয় মানুষদের নিয়ে প্রভাতী র‍্যালি করা হয়। স্বামীজীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

Leave a Comment