News Britant

অভিনব পদ্ধতিতে গাজা পাচার চক্রের পর্দা ফাঁস

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: অভিনব পদ্ধতিতে গাজা পাচার চক্রের পর্দা ফাঁস করে দিল ইসলামপুরের প্রশাসন। বৃহস্পতিবার দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়িতে সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতে গিয়ে ধরা পড়ে ব্যাগের ভেতর গাঁজা। ঘটনাস্থলেই শুরু হয় জোর তদন্ত। আর তদন্তের পর জানা যায় ওই গাড়িতে গাঁজা বোঝাই করা রয়েছে। ঘটনাচলে খবর পেয়ে পৌঁছেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তথা ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম।

গাঁজা উদ্ধার ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বেশ কিছু পরিমাণে গাজা উদ্ধার হলেও এখনও তার ওজন কতটা জানার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এর সঙ্গে যুক্ত অপরাধীদের চিহ্নিত করতে প্রশাসন সব সময় সজাগ আছে বলে তিনি জানান। এ বিষয়ে পুলিশের তৎপর হওয়ার কথাও তিনি জানিয়েছেন।

Leave a Comment