




#ইসলামপুর: একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতে আন্দোলনে নামলো ল ক্লার্করা। রাজ্যের প্রতিটি আদালতেই আজ পেন ডাউন কর্মসূচি গ্রহণ করা হয়। ল ক্লার্কদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে। একই ছবি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমা আদালতেও।


এদিন ইসলামপুর মহকুমা আদালতে পেন ডাউন কর্মসূচি গ্রহণ করেন ল ক্লার্করা। এরই পাশাপাশি একটি মিছিল বের করা হয় আদালত চত্বর থেকে। সমগ্র ইসলামপুর শহর পরিক্রমা করে। এই মিছিল যেখানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর পরিবহন দপ্তরের ল ক্লার্ক রাও অংশ নেয়।


সংগঠনের সম্পাদক সুরেশ চন্দ্র পাল বলেন মোট ১৫ দফা দাবি রয়েছে তাদের। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ,অবিলম্বে ল ক্লার্ক অ্যাক্ট সংশোধন বা সংযোজন করা, রাইট টু অ্যাক্ট সম্পূর্ণ কার্যকরী করতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ, ল ক্লার্কদের বসার সুব্যবস্থা করা, তাদের বার্ধক্য ভাতা প্রদান করা প্রভৃতি।









