News Britant

বনদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে  বন্যপ্রাণীর কোরিডোরে সচেতনতা শিবির ও সার্চ লাইট প্রদান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: বনদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বন্যপ্রাণীর কোরিডোর এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত এড়াতে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। বুধবার সন্ধ্যায় মাল ব্লকের নেপুছাপুর চাবাগান সংলগ্ন ডেমকাঝোড়া বস্তিতে এই শিবির করা হয়। ডেমকাঝোড়া বস্তি হাতির কোরিডোর বলে পরিচিত। হাতির আনাগোনা লেগেই থাকে।
কখনো ক্ষেতের ফসল আবার কখনো বাড়িঘর ভেঙে জমানো খাওয়ার খেয়ে চলে যায়। পাশেই রয়েছে নেপুছাপুর চাবাগান। চাবাগানে চিতাবাঘ প্রায়ই দেখা। রাতে চিতাবাঘ এসে বস্তিতে হানা দেয়। এজন্য মাঝেমধ্যে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত হয়। এই সংঘাত এড়িয়ে কিভাবে বাঁচতে হবে সেনিয়ে বনদপ্তর নিয়মিত শিবির করে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন মাল বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন সুব্বা সহ বনকর্মীরা।
ছিলেন ভয়েস অফ এশিয়ান এলিফ্যান্ট নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা পক্ষে ডঃ আদিত্য খেত্রী, তন্ময় মুখ্যার্জী। রেঞ্জার শ্রী সুব্বা বলেন, আমাদের লক্ষ্য মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত এড়িয়ে কিভাবে বাঁচতে হবে সেই উপায় মানুষকে বোঝানো। আমাদের নিয়মিত শিবির চলে। এদিন শিবিরে ৪০ জন বাসিন্দাকে রিচার্জেবল সার্চ লাইট দেওয়া হয়।

Leave a Comment