News Britant

বাংলাদেশে মধ্যরাতে আগুনে পুড়ে মৃত একই পরিবারের ৫ জন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে বন্দরনগর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে স্মৃতি উসকে শুক্রবার ভোরের দিকে ফের চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। অরথাৎ আগুনকাণ্ড যেন চট্টগ্রামের পিছু ছাড়ছে না। গত জুন মাসে ওই কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অধশত। দগ্ধ ও আহত হয়েছিলেন দুই শতাধিক।

এবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ঘুমের মধ্যে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাজনপাড়ায় এ আগুন লাগে। আগুনে পুড়ে মারা গিয়েছেন-খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী লাকি বসাক (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)।

আহত খোকন বসাককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন আধিকারীক মো. কামরুজ্জামান সুমন পাঁচজনের মৃত্যুর তথ্য জানিয়ে বলেন, রাত ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে, তখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দরজা ভেঙে একজনকে জীবিত উদ্ধার করতে পারেন।

বাড়ির পাঁচটি কক্ষ থাকায় কে কোন কক্ষে শুয়ে ছিলেন, সেটা শনাক্ত করা কঠিন ছিল। ভোররাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মোঃ কামরুজ্জামান আরও বলেন, ওই বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুধু চট্টগ্রাম কেন প্রতিদিনই বাংলাদেশের কোথাও না কোথাও আগুন লাগার খবর মিলছে। ধন-সম্পদ পুড়ে তো ছাই হচ্ছেই, যাচ্ছে প্রাণহাণীও।

কয়েকদিন আগে ঢাকার অদূরে গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী মারা যান।এই দম্পত্তির ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে।চট্টগ্রাম নগরের বড়পুল এলাকায় একটি ব্যাংকের শাখা অফিসে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।কী কারণে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার নূপুর মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে।

ওই বিপণিবিতানের আল মদিনা শু স্টোরের গুদামে আগুন লাগে। পরে দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে কমলা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ২৬ জন রোগী।

Leave a Comment