News Britant

রায়গঞ্জে জোরকদমে চলছে টেক্সটাইল পার্ক তৈরির কাজ, রাজ্য থেকে পরিদর্শনে তিন সদস্যের দল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#সুমন রায়, রায়গঞ্জঃ দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রায়গঞ্জ স্পিনিং মিলে টেক্সটাইল পার্ক গড়ে তোলার কথা ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মেতাবেক স্পিনিং মিলের জায়গাটি ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের হাতে তুলে দেওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে দি ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিলস লিমিটেডের জায়গায় “সুসংহত টেক্সটাইল পার্ক” গড়ে তোলার কাজ শুরু হয়।

শুক্রবার সেই সুসংহত টেক্সটাইল পার্ক তৈরির কাজ পরিদর্শন করতে রাজ্যের তিন সদ্যের এক প্রতিনিধি দল রায়গঞ্জে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগ ও বস্ত্র দপ্তরের জয়েন্ট ডিরেক্টর সৈকত দত্ত, বস্ত্র দপ্তরের জয়েন্ট ডিরেক্টর শংকর সরকার এবং টেকনিক্যাল এক্সপার্ট অজিত দে সরকার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সুনীল সরকার।

তাঁরা এদিন সমস্ত কাজ ও এলাকা পরিদর্শন করে দেখেন।টেক্সটাইল পার্ক গড়ে তোলার জন্য চারপাশে প্রাচীর গড়া ছাড়াও বিভিন্ন নির্মিয়মান কাজ চললেও অতিদ্রুত টেক্সটাইল পার্ক তৈরি কাজ সম্পন্ন করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়। অন্যদিকে এই টেক্সটাইল পার্কে সরকারি অধিনস্থ কোম্পানি তন্তুজ তাদের পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছে, যেখানে মোট ৪৮ টি মেশিন বসাতে চলেছে তন্তুজ, ইতিমধ্যে ১২ টি মেশিন এসেও পৌঁছেছে।

এছাড়া এই টেক্সটাইল পার্কে যেসব বেসরকারী কম্পানী বিনিয়োগ করতে চান তারা কী কী লাভজনক সুবিধা পেতে পারে সে বিষয় নিয়েও বিজ্ঞাপন দেওয়ার কাজ চলছে বলে জানান জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সুনীল সরকার। এছাড়া স্পিনিং মিলের কাজে ব্যবহৃত যন্ত্র, যেগুলো এখনও খারাপ হয়ে যায়নি, সেইসব যন্ত্রগুলোকে টেক্সটাইল পার্কের কাজে ব্যবহার করা হতে পারে বলে জানান জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সুনীল সরকার।

Leave a Comment