




#নিউজ ডেস্কঃ রাজ্যের দক্ষিণ অংশে তাপমাত্রা কম হলেও সামগ্রিক ভাবে উত্তর বঙ্গের জেলা গুলোতে চলছে চরম শীতের প্রকোপ। এরকম পরিস্থিতিতে, অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে সমাজকর্মীরা দাঁড়ালেও সকলের আগ্রহ তৈরি হয়েছে যে কবে কমবে এই তীব্র শীতের প্রকোপ। চলুন জেনে নিই, কেমন থাকবে, উত্তর বঙ্গের জেলা গুলোর আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস।


এদিন উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌশম সেবা কেন্দ্রের নোডাল অফিসার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় এক বার্তায় জানান, আগামী ১৪ থেকে ১৮ই জানুয়ারী উত্তর বঙ্গের সমভূমির পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলায় আগামী ১৪ থেকে ১৮ই জানুয়ারী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।


কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলাতে আগামী ৫দিন সর্বনিম্ন তাপমাত্রা ৯-১১ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা আছে। তবে উত্তরের জেলা গুলোতে শীতের প্রভাব বজায় থাকবে। বেশীরভাগ যায়গায় কুয়াশার প্রভাব থাকবে। সকাল ও সন্ধ্যা বেলা দৃশ্যমানতা কমবে, গাড়ি চালানোর সময় সাবধান থাকার উপদেশ দেওয়া হছে।


চাষি ভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ হিসেবে বলা হয়েছে, ভালো জাতের আলুর বীজ সংগ্রহ ও বীজ পরিশোধন করুন, আলুর জমি তৈরি সম্পূর্ণ হলে আলু লাগানো শুরু করুন। জনগনের জন্য সতর্কতা হিসেবে বলা হয়েছে, তাপমাত্রা কম থাকার জন্য কুয়াশার প্রভাব থাকবে। সাবধানে রাস্তায় গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হছে।







