News Britant

সড়ক দুর্ঘটনা রোধে জাতীয় সড়কে পুলিশ ও চাবাগান কর্তৃপক্ষের কর্মসুচি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজারঃ সড়ক দুর্ঘটনা দমনের লক্ষ্যে শনিবার মাল ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের অধীনে ডামডিম মোড়ে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে চালক থেকে সাধারণ মানুষকে সচেতন করা হয়। মালবাজার ট্রাফিক পুলিশের সহযোগিতায় টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড ডামডিম  চা বাগানের উদ্যোগে এই  অনুষ্ঠানের আয়োজন করেছিল। এদিন ট্রাফিক আইন অমান্যকারী চালকদের চকলেট প্রদানের মাধ্যমে গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়। মালবাজার থানার ট্রাফিক বিভাগের ওসি দেবজিৎ বোস বলেন, মানুষ এ ব্যাপারে যত বেশি সচেতন হবে, তত দ্রুত দুর্ঘটনা কমবে। গাড়ি চালানোর সময় সবসময় সিটবেল্ট, হেলমেট ব্যবহার করুন। মদ্যপান করে গাড়ি চালাবেন না, এটা বেআইনি, অপরাধ। জনগণ বা চালকরা যদি ট্রাফিক নিয়ম সঠিকভাবে মেনে চলে তাহলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। ডামডিম প্যাকিং সেন্টারের ইনচার্জ বিনোদ কুমার সাহু বলেছেন যে ১১ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত ভারত সরকার কর্তৃক জাতীয় সড়ক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই আওতায় ডামডিম মোড়ে নিরাপদ থাকা থিমে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়। ভারত সরকার ১৯৭৪ সালে ন্যাশনাল রোড সেফটি প্রোগ্রাম শুরু করেছিল, এর প্রধান উদ্দেশ্য হল সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা। এদিন বিভিন্ন গাড়িতে পথ নিরাপত্তা সম্পর্কে স্টিকার লাগানো হয়। পাশাপাশি গাড়ি চালকদের চকলেট প্রদান করা হয়।

Leave a Comment