News Britant

প্রয়াত কংগ্রেস নেতার স্মরণ সভা অনুষ্ঠিত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: ভারতের জাতীয় কংগ্রেসের সদ্য প্রয়াত নেতা নীরদ দে সরকার (৮৫)’র স্মরনসভা অনুষ্ঠিত হলো ওদলাবাড়িতে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ওদলাবাড়ি অঞ্চল শাখার উদ্যোগে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে আয়োজিত  স্মরনসভায় প্রয়াত নীরদ বাবুর রাজনৈতিক কর্মজীবনের অসাধারণ সব কীর্তি স্মরন করে বক্তব্য রাখেন দলমত নির্বিশেষে সভায় উপস্থিত সকলে।
বাম আমলেও ওদলাবাড়ি তথা মাল ব্লকে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে সবসময় সামনে থেকে তার লড়াই আজও শ্রদ্ধার সঙ্গে স্মরন করেন সভায় উপস্থিত সিপিআইএম নেতৃত্ব। কর্মজীবনে ওদলাবাড়ি তথা মাল ব্লক জুড়ে অসংখ্য পরিবারের শিক্ষিত যুবক যুবতিদের সেচ দপ্তর ও প্রাথমিক স্কুলে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পেছনে নীরদবাবুর অবদান আজও মিথ হয়ে আছে এই এলাকায়।
শ্রদ্ধার সাথে আজও তা কৃতজ্ঞচিত্তে স্মরন করেছেন সভায় উপস্থিত কংগ্রেস আমলে চাকরি পাওয়া এমন বেশ কিছু মানুষ। এদিনের স্মরনসভায় প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, এনইউপিডব্লিউ’র ওয়ার্কিং প্রেসিডেন্ট সাধন বসু, সিপিআইএম নেতা প্রশান্ত সিকদার, তৃনমূল কংগ্রেসের তমাল ঘোষ, বিজেপির নিরঞ্জন পাল, ক্রান্তির স্বাধীন সাহা এবং ওদলাবাড়ি অঞ্চল কমিটির সভাপতি সৈকত দাস।

Leave a Comment