News Britant

শীতার্ত মানুষদের পাশে ধারাবাহিক পরিষেবা নিয়ে শ্রীরামকৃষ্ণ আশ্রম

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: প্রতিবছর রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ইসলামপুরে শীতের মরশুমে দুঃস্থ মানুষদেরকে শীতের কাপড় ও কম্বল বিতরণ করা হয়ে থাকে।  এ বছরও তার ব্যতিক্রম  হয়নি।  রবিবার ইসলামপুর  মহকুমার পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েতের কুন্দরগাঁও এলাকায় আদিবাসী মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হলো।
জানা গেছে, চলতি শীতের মরশুমে এই নিয়ে তৃতীয়বারের মতো শীতবস্ত্র প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে। এদিন এই শীত সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শীর্ষেন্দু মজুমদার, স্বপন শর্মা, পঙ্কজ দাস, সুশান্ত নন্দী, পলাশ মাইতি, শিশির ভাওয়াল, প্রণতি পাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি সফল করার প্রয়াসে হাত বাড়িয়ে দেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মালতি হেমরম এবং সমাজকর্মী বিপ্লব সরকার সহ  এলাকার আরও বিশিষ্টজনেরা।

Leave a Comment