News Britant

পড়ুয়াদের জল সংকট শিক্ষাকেন্দ্রে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: দীর্ঘদিন থেকে পানীয় জলসহ একাধিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে  চুয়াগাড়ি চৌরঙ্গী মোড় শিশু শিক্ষা কেন্দ্র দ্রুত সমস্যা সমাধানের দাবি জানাচ্ছ ঐ শিক্ষা কেন্দ্রের প্রধান সহায়িকা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের চুয়া গাড়ি চৌরঙ্গী মোড় শিশু শিক্ষা কেন্দ্রে  দীর্ঘ ৩-৪ বছর থেকে  পানীয় জলসহ একাধিক সমস্যা রয়েছে।
শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান সহায়িকা কল্পনা সিংহ এর অভিযোগ  প্রায় তিন চার বছর ধরে ওই শিশু শিক্ষা কেন্দ্রেরএকমাত্র মার্ক টু টি খারাপ হয়ে যায়।  প্রথম প্রথম এলাকার  ট্যাপকল থেকে জল এনে মিড ডে মিলে রান্না হতো,  বর্তমানে জল কিনে মিড ডে মিলে রান্না করতে হচ্ছে।  যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দরবারে গিয়েও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি।
কেন্দ্রের প্রধান শিক্ষিকা এবং অভিভাবকদের দাবি, শিশুদের স্বার্থে সরকারি উদ্যোগে অতিসত্বর পানীয় জলের সমস্যার সমাধান করা হোক। এ ব্যাপারে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহার উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পানীয় জলের সমস্যা মোটেই কাম্য নয়, স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা করে শীঘ্রই  এই সমস্যা সমাধানের ব্যাপারে সচেষ্ট হবেন তিনি বলে আশ্বাস দেন।

Leave a Comment