




#ইসলামপুর: রবিবার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েত এ অনুষ্ঠিত হলো অঞ্চল সম্মেলন।এই সম্মেলনে একদিকে যেমন স্থানীয় শিল্পীদের দ্বারা সঙ্গীত পরিবেশন করা হয়। অন্য দিকে আগামি পঞ্চায়েত নির্বাচন নিয়ে উপস্থিত কর্মীদের উদ্বুদ্ধ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছি। সংগঠন যেন তৈরি থাকে।


এমনই বললেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল। এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল ছাড়াও ব্লক সভাপতি জাকির হোসেন, রাজ্যের যুব তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক কৌশিক গুণ, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হরসুন্দর সিনহা সহ একাধিক নেতৃত্ব।


জেলা সভাপতি কানাইয়া লাল আগারওয়াল বলেন, দিদির দুত বা সুরক্ষা কবচ প্রোগ্রাম সেটি শুরু হয়েছে জেলায়। এবং পঞ্চায়েতের নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছি সংগঠনকে বলছি তৈরি থাকার জন্য। ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, আমাদের দল ৩৬৫ দিন তৈরি আছে। আমরা পঞ্চায়েত ইলেকশনের কথা নয়, লোকসভায় ইলেকশনের কথা ভেবেই মাঠে নামছি। পঞ্চায়েত ইলেকশনে আমরা জিতব। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হর সুন্দর সিনহা বলেন, বিজেপি কোন প্রতিশ্রুতি রাখেনি, কোন কাজ করেনি।









