News Britant

অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের ব্লক সম্মেলন অনুষ্ঠিত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর কমিটির  ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার স্থানীয় টাউন লাইব্রেরী হলে। রাসায়নিক সারের কালোবাজারি রোধ, সমস্ত কৃষিজাত ফসলের এমএসপি চালু করা সহ একাধিক  বিষয়ে এদিনের সম্মেলনে আলোচনা হয়।
এ বিষয়ে  অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের উত্তর দিনাজপুরে জেলা সম্পাদক দয়াল সিংহ জানান, কৃত্রিমভাবে রাসায়নিক সারের চাহিদা বৃদ্ধি সহ কৃষকদের সহজে তাদের ফসল বিক্রি করার  ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় এদিনের সম্মেলনে আলোচনার  বিষয়বস্তু ছিল।

Leave a Comment