News Britant

বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহাপুরান যজ্ঞের আয়োজন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজারঃ মাঝেমধ্যেই এলাকায় হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী ঢুকে শ্রমিক আবাসের ক্ষতি করে। এলাকায় যাতে বন্যপ্রাণী না ঢুকে ও ঘরে ঘরে সুখ শান্তি বজায় থাকে তার জন্য বিশেষ মহাপুরানের যজ্ঞের আয়োজন করা হলো। মেটেলি চা বাগানের মুর্তি সর্দি লাইন শিব মহাপুরান আয়োজক কমিটির উদ্যোগে ১১ দিন ব্যাপী মহাপুরান যজ্ঞের সূচনা করা হলো।

এই উপলক্ষে রবিবার কলস যাত্রা হয়। এদিন এলাকার মহিলারা মাথায় কলস নিয়ে  সংলগ্ন মুর্তি নদী থেকে জল ভরে পায়ে হেঁটে নিয়ে আসে শিব মন্দিরে। শিবের মাথায় জল ঢালা হয়। সংলগ্ন এলাকা পরিক্রমা করে মহিলারা আসে সর্দি লাইনের কমিউনিটি হলের পুরান স্থলে।
আয়োজক কমিটির সম্পাদক বিকি শর্মা, সভাপতি রবার্ট মুন্ডা, উষা ওঁরাও, রোহিত মহারাজ রা বলেন, এলাকায় জনগণের সুখ সমবৃদ্ধি বজায় রাখার জন্যই এই পুরান। ১১ দিন ব্যাপী এই পুরান চলবে। পুরানে যজ্ঞ সহ ভজন করা হবে।

Leave a Comment