



#রায়গঞ্জঃ আগামীকাল সোমবার অনুকূল ঠাকুরের ১৩৫ তম শুভ আবির্ভাব দিবস। এছাড়াও ২০০৩ সালেব ওই একই দিনে রায়গঞ্জ সৎসঙ্গ বিহারে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল। এই ২টি বিষয়কে সামনে রেখে আগামীকাল সোমবার সকাল থেকে রায়গঞ্জ সৎসঙ্গ বিহারে শুরু এক দিন ব্যাপী বিরাট ধর্মীয় উৎসব। জানা গেছে, প্রতি বছরই এই দিনে যুগপুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মদিনে নাম সংকীর্তন, পুজো, পাঠ, সহ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে।


কিন্তু বিগত দুই বছর করোনা আবহে নামমাত্র ভাবে আবির্ভাব দিবস পালন হলেও, এবছর জাঁক জমক ভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এবিষয়ে ভক্ত রবীন্দ্রনাথ সাহা ও আশ্রমের ইনচার্জ বৈদ্যনাথ ঘোষ বলেন, আগামীকাল ভোর থেকে রাত পর্যন্ত এই উৎসব চলবে। সকলের আমন্ত্রণ রইলো। এদিন দুপুরে সৎসঙ্গ বিহারে গিয়ে দেখা গেল, জোরকদমে প্রস্তুতি চলছে আগামীকালের মহা উৎসবের।


ফুল, মালা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মন্দির সংলগ্ন চত্বর। তৈরি হয়েছে তোরণ, সারি দিয়ে রাখা বহু সংখ্যক চেয়ার। আগামীকালের মহা সম্মেলনে এই সৎসঙ্গ বিহারে উপস্থিত থাকবেন রায়গঞ্জের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ বহু সাধারণ মানুষ। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত সৎসঙ্গ বিহারে কমপক্ষে ১০ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন কর্মকতারা।









