News Britant

গ্রন্থপ্রকাশ ইতিহাস আলোচনায় জমে উঠলো রায়গঞ্জ কবিকথার নবম অনুষ্ঠান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রবিবার সন্ধ্যায় রায়গঞ্জ কবিকথা উত্তর দিনাজপুরের নবম সাহিত্য তথা সংস্কৃতির আসর বসল সংগঠন সম্পাদক যাদব চৌধুরীর বাসভবন রায়গঞ্জের পূর্বাশাপাড়ায়l এই আসরে গ্রন্থপ্রকাশ ইতিহাস আলোচনায় জমে উঠলো রায়গঞ্জ কবিকথার সাহিত্য আসর। সংগঠন সূত্রে জানানো হয়েছে, এদিনের আসরের শুরুতে  সদ্য প্রয়াত সাহিত্যিক দেবেশ কান্তি চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়l

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী পার্থপ্রতিম বোসl এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শর্মিষ্ঠা দে, ধরিত্রী চৌধুরী, স্নেহা রায় ও অমল বিশ্বাস। স্নেহা রায় এর সুললিত কণ্ঠে আবৃত্তি  উপস্থিত সকলকে মুগ্ধ করেl সংগঠন সম্পাদক যাদব চৌধুরী বলেন, এদিনের বিশেষ বিষয় ছিল স্থানীয় ইতিহাস চর্চাl রায়গঞ্জ মহকুমায় অন্তর্গত হেমতাবাদের ইতিহাস বিষয়ে আলোকপাত করেন হিস্টোরিকাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিংl

স্বরচিত কবিতা পাঠ করে আসরকে ছন্দ তাল ও ভাবে বেঁধে রাখেন কবি খুশি সরকার, সমর আচার্য্য, রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চের সম্পাদক সজল সরকার, দেবাশীষ মজুমদার, গৌতম চক্রবর্তী, যাদব চৌধুরী, সুদেব কুমার রায় প্রমুখl শুভেচ্ছা বক্তব্য রেখে সকলকে অনুপ্রাণিত করেন প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের সম্পাদক রথীন দেবl এদিনের অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয় হলো দুটি গ্রন্থ প্রকাশl

প্রকাশিত হলো কবি আবৃত্তিকার শুভব্রত লাহিড়ী রচিত অনু কবিতাগ্রন্থ “বিবাহের বত্রিশ সিক্কা” ও কবি লেখিকা খুশি সরকার রচিত গল্পগ্রন্থ “কুয়াশা”l গ্রন্থগুলি প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট কবি লেখকগণ গ্রন্থ সম্পর্কে বিশেষ আলোকপাত করেনl সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবিকথা সম্পাদক যাদব চৌধুরীl

Leave a Comment