



#মালবাজার: কয়েকদিন যাবত খুব ঠান্ডা পরেছে মালবাজার মহকুমা এলাকায়। আর এতেই সমস্যায় গরীব মানুষেরা। বিশেষ করে চাবাগান এলাকায় গরীব চা শ্রমিকদের অবস্থা খুব খারাপ। অনেকের শীত বস্ত্র নেই। এই পরিবেশে গরীব মানুষদের পাশে দারালো ডামডিমের পথের দিশা নামে একটি মহিলা সংগঠন।
সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে সমাজ কর্মি দেবজ্যোতি ভট্টাচার্য্য। এদিন মাল ব্লকের ডামডিম মোর সংলগ্ন বালাবাড়ি ডিভিশনে প্রায় শতাধিক চাশ্রমিকদের কম্বল তুলে দেন তারা। কম্বল পেয়ে ভিষণ খুশি এই চা শ্রমিক পরিবার গুলো।
স্বেচ্ছাসেবী সংগঠন পথের দিশা-র অন্যতম সদস্য মনিষা ঘোষ বলেন, আজ আমরা ১০০ জন গরীব চা শ্রমিকদের ঠান্ডার হাত থেকে বাচতে কম্বল দিলাম। আমাদের ১৫ জন সদস্য এবং সমাজ কর্মি দেবজ্যাতি ভট্টাচার্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই স্বেচ্ছাসেবী সংস্থা বিগত দিনেও মানুষের পাশে দাড়িয়ে কাজ করেছে।
