



#মালবাজার: রবিবার ছিল মকড় সংক্রান্তি। এই পবিত্র দিনই ডুয়ার্সে জাঁকিয়ে পড়লো ঠান্ডা। সেই রেশ বয়ে চলছে সোমবার বিকালে পর্যন্ত। সন্ধ্যার পর তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে আশংকা করছে বাসিন্দারা। সেই সাথে রয়েছে কনকনে ঠান্ডা বাতাসের শৈত প্রবাহ।
রবিবার মকড় সংক্রান্তির আগে গত কয়েকদিন ধরে আকাশ ছিল পরিস্কার। দিনে সুর্য্যের তেজও ছিল ভালো। কিন্তু, রবিবার সকাল থেকে আকাশ ছিল কুয়াশায় ঢাকা। দিনমান সুর্যের মুখ দেখা গেলেও তা ছিল কুয়াশায় ম্লান। তাপমাত্রার পারদ ১৫ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। সন্ধ্যার পর তাপমাত্রা আরও নেমে। রাত ১০ টার পর তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে যায়। সোমবার সকাল থেকেই আকাশ ছিল কুয়াশায় ঢাকা।
তাপমাত্রার পারদ ছিল যথেষ্ট নিচে। দিনের বেলাতেই অনেকে আগুন জ্বালিয়ে শরীর গরম ব্যাস্ত হয়ে পড়ে। বেলা বাড়তেই ঠান্ডা বাতাসে প্রবাহ শুরু হয়। চড়চড় করে নেমে যায় তাপমাত্রা। শীতের কামড় থেকে বাঁচতে বাড়ির কিম্বা দোকানের সামনে আগুন জ্বালিয়ে বসে অনেকে। এদিন বিকাল হতেই মোরে মোরে দেখা যায় আগুন তাপানোর হিড়িক।
আধার নামতেই রাস্তায় বাজারে জন সমাগম কমতে শুরু করে। রাত ৮ টা বাজতেই রাস্তা ঘাট ফাঁকা হয়ে যায়। চাবাগানে এখন কলম করা গাছে এসেছে ছোট ছোট কচি পাতা। কুয়াশায় ঢাকা পড়েছে সেই কচি পাতা। বিকাল হতেই শ্রমিকরা ঘর মুখি হয়ে পড়ে।
