News Britant

পাহাড়ি এলাকায় পিকনিক করতে এসে দূর্ঘটনার কবলে বাস, জখম কয়েকজন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: পিকনিক করতে আসা এক যাত্রীবাহী মিনিবাস গরুবাথান এলাকায় দূর্ঘটনাগ্রস্ত হয়। এই ঘটনা সোমবার কালিম্পং জেলার গরুবাথানের পানডারা মোর এলাকায় ঘটে। জানা গেছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থেকে কিছু লোক রিসব নামে এক মিনি বাস করে পিকনিক করতে গরুবাথান এসেছিলেন।

মাঝরাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে বিদ্যুতের খুটি ও কিছু সুপারির গাছ ক্ষতিগ্রস্ত হয়। বাসের সাত আটজন পিকনিকে আসা লোক অল্পবিস্তর আহত হয়। তাদের গরুবাথান ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে চিকিৎসা করান হয়। এই দুর্ঘটনায় বাসের সামনের অংশ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। গরুবাথান থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave a Comment