



#ইসলামপুর: রাজ্যজুড়ে শুরু হয়েছে নতুন প্রকল্প দিদি রক্ষাকবচ। পঞ্চায়েত ভোটের আগে এই প্রকল্পে তৃণমূল কর্মীরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের সাথে কথা বলে তাদের সুবিধা-অসুবিধা সম্বন্ধে জানবে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান ও তুলে ধরা হবে গ্রামবাসীদের মধ্যে। সোমবার ইসলামপুর ব্লকের আগডিমটি খন্তি এলাকায় এই প্রকল্পের কাজের সূচনা হলো।
এই দিন দিদির দুতেরা ওই অঞ্চলে সাধারণ মানুষদের সাথে কথা বলতে পৌঁছে যায়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগারওয়াল, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৌশিক গুণ, আগডিমটি খন্তি অঞ্চল তৃণমূল সভাপতি মাস্টার শাজাহান সহ অন্যান্য নেতৃত্ব।
