News Britant

শিক্ষিকাকে হেনস্তা করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের, চাঞ্চল্য রায়গঞ্জে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#সুমন রায়, রায়গঞ্জঃ রায়গঞ্জের বাহিন গ্রামপঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা।গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষিকা সুভদ্রা সরকারকে নানা ভাবে হেনস্তা করে আসছে ওই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর দেববর্মন। তাই প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে গ্রামবাসীদের এই বিক্ষোভ।

এই বিক্ষোভ নিয়ে ডলি দাস নাম স্থানীয় বাসিন্দা জানান, যেদিন থেকে ওই প্রধান শিক্ষক স্কুলে যোগদান করেছেন তারপর থেকে স্কুলে পড়াশুনোতো হয়না, উল্টে স্কুলের শিক্ষিকা সুভদ্রা সরকারের উপর অত্যাচার চালানো পাশাপাশি তাকে দিয়ে স্কুলের নানা কাজ করানো হয় এবং ওই শিক্ষিকাকে হেনস্তাও করে স্কুলের প্রধান শিক্ষক।

তবে কেন এই হেনস্তা? স্কুলের আরও সহকারী শিক্ষকরা থাকলেও, শুধু একজন শিক্ষিকাকে কেন প্রধান শিক্ষকের হেনস্তার স্বীকার হতে হচ্ছে? এই বিষয় নিয়ে সহকারী শিক্ষিকা সুভদ্রা সরকার জানান, প্রায় সময় স্কুলে এলে প্রধান শিক্ষক তাকে নানা ভাবে অসম্মান করার পাশাপাশি দুর্ব্যবহার করেন। এছাড়া স্কুলের শৌচালয় পর্যন্ত ব্যবহার করতে দেননা। গরমে সময় ফ্যান ব্যবহার করতে দেননা যার ফলে তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

তবে এই বিষয় সমস্ত কিছু তিনি প্রাথমিক স্কুল পরিদর্শককে জানিয়েছেন বলে জানান।তবে কী কারণে এই হেনস্তা তার সঠিক কোনো কারণ দিতে পারেননি ওই শিক্ষিকা। অন্যদিকে যার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ, সেই প্রধান শিক্ষক প্রবীর দেববর্মনের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে  তিনি সমস্ত অভিযোগই মিথ্যে বলে জানিয়েছেন। তিনি বলে,তাঁর কাছে শৌচালয়ের চাবি থাকে না।

এছাড়া তিনি ওই শিক্ষিকার সাথে তেমন কোনো কথাবার্তা নেই তবে স্কুলের বাকি শিক্ষকদের সাথে তিনি যেমন ব্যবহার করেন সুভদ্রা সরকারের সাথেও একই ব্যবহার করেন।তাই কী কারনে এমন অভিযোগ তা ওই শিক্ষিকাই বলতে পারবেন বলে জানান স্কুলের প্রধান শিক্ষক প্রবীর দেববর্মন।

Leave a Comment