News Britant

অভিনব কায়দায় মহিলার কাছ থেকে সোনার গয়না ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে অভিনব কায়দায় মহিলার কাছ থেকে সোনার গয়না ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। গতকাল দুপুরে এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়। ওই মহিলার নাম মুসলিমা খাতুন। তিনি জানিয়েছেন, ইসলামপুরের রাজু বস্তি এলাকা থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন।

ইসলামপুর বাস টার্মিনাসে আসতেই দুই দুষ্কৃতী তাকে টাকার প্রলোভন দিতে শুরু করে। তার অভিযোগ দুষ্কৃতীরা তাকে সোনার গয়না দেখানোর কথা বলে মোটা অঙ্কের টাকার লোভ দেখায়। ওই মহিলা তাদের ফাঁদে পা দেয়। সে তার কানের সোনার দুল খুলে ওই দুষ্কৃতীদের হাতে দিতেই তারা চম্পট দেয়।

ওই সোনার মূল্য প্রায় চার লক্ষ  টাকা এমনটাই দাবি মহিলার। এই ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসলামপুর শহরে। ওই মহিলা পুলিশে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল।

Leave a Comment