



#ইসলামপুর: গত ১৫ ই ডিসেম্বর ইসলামপুর মহাবিদ্যালয় এর স্নাতক স্তরে পরীক্ষা বাতিল করেছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেই পরীক্ষা পুনরায় নেওয়া হলো। পরীক্ষা কে ঘিরে রীতিমত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ইসলামপুর শহরকে। বিকেল তিনটা পর্যন্ত গোটা শহরের সমস্ত জেরক্সের দোকান বন্ধ করা হয়েছিল জারি করা ছিল ১৪৪ ধারা।
এ বিষয়ে ইসলামপুর কলেজের টিচার্স ইনচার্জ কাজল রঞ্জন বিশ্বাস জানান, ইসলামপুর কলেজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির মধ্যে সবচেয়ে বেশি ছাত্র-ছাত্রী সংখ্যা। তাই সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া বেশ কষ্টসাধ্য। তবে এই দিন প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতায় এই দিন সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি ইতিহাস বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র বিপ্লব সরকার জানায়, গত দিনের বাতিল হওয়া পরীক্ষা আজকে নেওয়া হলো। বহিরাগত কিছু শিক্ষক এই দিন পরীক্ষার গার্ড দেওয়ার জন্য এসেছিল। এই সকল শিক্ষকরা ছাত্র-ছাত্রীদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে বলে, জানায় ওই ছাত্র।
