News Britant

ফরেষ্টের গাছ কেটে নিয়ে যাওয়ায় উদ্বিগ্ন বন ও পরিবেশ কর্মীরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজারঃ দিনে দুপুরে সবার সামনে গাছ কেটে নিয়ে যাচ্ছে মানুষজন দেখেও চুপ সাধারন মানুষ। মালবাজার ব্লকের ওদলাবাড়ি আই টি আই কলেজের পাশে খয়ের ফরেষ্টের ঘটনা। যার ফলে মুল্যবান এই খয়ের ফরেষ্ট ক্ষতির মুখে। জানা গেছে প্রায় ১০ -১৫ বছর আগে বন দপ্তর এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতর উদ্যোগে আই টি আই কলেজ সংলগ্ন চেল নদীর পাশে বিরাট এরিয়া জুরে খয়ের কাছের প্ল্যান্টেশন করা হয়। বর্তমানে গাছগুলো ভালো বড়ো হয়েছে।
খয়ের ফরেষ্টের এই জঙ্গল ভালো হয়েছে কিন্তু সকাল হলেই মহিলারা দল বেধে এই গাছের ডাল এবং গাছও কেটে নিয়ে যাচ্ছে। দেখভালের কেউ নেই। এই ভাবে দিনের পর দিন গাছ কাটার ফলে বিরক্ত প্রকাশ করছে বিভিন্ন সেচ্চাসেবি সংগঠন।  নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসর আলী বলেন, আমরা মাঝে মধ্যেই এই জঙ্গলে এসে পাহাড়া দেই কিন্ত যখন কেউ থাকেনা, তখনই গাছ কেটে নিয়ে যাচ্ছি মানুষজন। এব্যাপারে বন দপ্তরের নজর দেওয়া দরকার।
এই ভেবে দিনের পর দিন গাছ কাটতে থাকলে, এক সময নিশ্চিহ্ন হয়ে যাবে খয়ের ফরেষ্ট। এদিন এলাকায় গিয়ে দেখা গেলো কিছু মহিলা, নিজেদের ইচ্ছেমতো গাছের ডাল কেটে চলেছে। আবার কেউ কেউ বলছে, বহু মানুষইতো কাটছে, আর আমরা কাটলেই দোষ। আবার কেউ বলছে বড় জঙ্গলে হাতির ভয়ে যাওয়া যায় না, এই এই জঙ্গল থেকে গাছের ডাল কাটছি। কিন্তু সরকারি গাছ কি এই ভাবে কাটা যায়? এই নিয়ে উঠছে প্রশ্ন।
এলাকায় দেখা গেলো বহু গাছ গোড়া থেকেই কেটে নিয়ে যাওয়া হয়েছে। আর সবার সামনেই গাছ কাটছে মানুষজন। বাধা দেবার কেও নেই। কেউ আবার বাড়িতে কড়াইতে জাল দিয়ে খয়ের তৈরি করে। এব্যাপারে তারঘেরা বন দপ্তরের রেঞ্জার কুনাল বর্মন বলেন, এর আগেও আমরা ওই এলাকায় গিয়ে মানুষজন কে সাবধান করেছি। কিছু গাছও উদ্ধার করেছি। এরপর যদি এই ভাবে বে আইনি কাজ করে, তবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Comment