



#রায়গঞ্জঃ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দিদি যখন সাধারন মানুষের মধ্যে থেকে কাজ করছেন, তখন বিরোধীরা সব ঢপের চপ দিচ্ছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কেই বারবার ভোট দিয়ে জয়ী’ করছেন সাধারণ মানুষ। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে এক সভায় উপস্থিত হয়ে এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে পঞ্চায়েতি সভা অনুষ্ঠিত হয়।
যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তিনি বলেন, দিদির সুরক্ষা কবচ সফলতার সাথে এগিয়ে চলেছে। দিদির দূতেরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সকলের অভাব-অভিযোগ শুনছেন। কেউ কোথাও আক্রান্ত হচ্ছেন না। আক্রান্তের ঘটনা বিরোধী রাজনৈতিক দলের বানানো। কোথাও হয়তো মানুষ তাদের অভাব-অভিযোগের কথা বলছেন। বিজেপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সবই ঢপের চপ। তারা আগে বলেছিল, ইসবার দো’শো পার। কিন্তু তা সফল হয়নি। আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা প্রকাশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য।
তিনি ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চৈতালি ঘোষ সাহা, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, জেলা যুব তৃনমূলের সভাপতি মোশারফ হোসেন, জেলা পরিষদের সদস্য পূর্ণেন্দু দে, তৃণমূল নেতা মানষ ঘোষ সহ অন্যান্যরা।
