



#সুমন রায়,রায়গঞ্জঃ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে যোগদানের পূর্বে রায়গঞ্জের ১৪ নং কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের খাদিমপুর এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক তর্জা।মঙ্গলবার রায়গঞ্জের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যানী দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করেন খাদিমপুর এলাকায়, বিশাল সংখ্যক লোক জমায়েত করেন সেই কর্মসূচিতে তবে সেই এলাকায় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক পোস্টার ছেঁড়া।
তবে কারা করলো এমন কাজ, সে বিষয় নিয়ে রায়গঞ্জ ব্লক ১ এর সভাপতি অনিমেষ দেবনাথের সাথে যোগাযোগ করা হলে, তিনি তেমন কোনো রাজনৈতিক মন্তব্য না করলেও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী এই পোস্টার ছেঁড়ার বিষয় নিয়ে সরাসরি বিজেপিকে দোষারোপ করেছেন। বিধায়কের অভিযোগ,বিজেপির হার্মাদ বাহিনী এই পোস্টার ছেঁড়ার কান্ড ঘটিয়েছেন।তবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে রয়েছেন তাই এই পোস্টার ছিঁড়ে আখেরে বিজেপির কোনো লাভ হবেনা বলে তিনি এদিন।
অন্যদিকে বিধায়কের এই অভিযোগের ব্যাপারে বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ জানান,বিজেপি কোনো ভাবে এই ঘটনার সাথে যুক্ত না,বিধায়কের সম্পূর্ণ অভিযোগ মিথ্যা।তবে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁর ধারন।অন্যদিকে আবাস যোজনা নিয়ে যেভাবে শাসক দল দুর্নীতি করেছে তাতে সাধারণ মানুষ অনেকবেশি ক্ষিপ্ত এছাড়া দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের উপর শাসক দল যেভাবে চড়াও হচ্ছে তার ফলস্বরূপ এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।
