News Britant

রায়গঞ্জ করোনেশন স্কুলের ১১৩তম প্রতিষ্ঠা দিবস, আবেগে ভাসল প্রাক্তনীরাও

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ মঙ্গলবার দুপুরে স্কুলেই পালিত হল রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা দিবস।  এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত এই প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের  পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। নিজের স্কুলের এমন বর্ষপূর্তিতে আবেগে ভাসল স্কুলের প্রাক্তনীরাও। জানা গেছে,  ভারতের স্বাধীনতার পূর্বে ১৯১১ সালে এই স্কুলের প্রতিষ্ঠা হয়। তারপর থেকে রায়গঞ্জ ও সন্নিহিত অঞ্চলের বহু মানুষের পঠনপাঠনের ভর কেন্দ্র হয়ে দাঁড়ায় এই শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলের প্রাক্তনীরা একদিকে যেমন দেশের বিভিন্ন ক্ষেত্রে ছাপ রেখেছেন, তেমনি বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় বিদ্যালয়ের সুবাস ছড়িয়েছে বিশ্বজুড়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, আজকের তারিখেই ১৯১১ সালে রায়গঞ্জ শহরের বুকে এই ঐতিহ্যবাহী স্কুলের প্রতিষ্ঠা করেন সেই সময়ের রায়গঞ্জের  বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই শতবর্ষ পেরিয়েছে এই মহীরুহ। রায়গঞ্জের কুলদাকান্ত ঘােষ , মথুরা চট্টোপাধ্যয়, উমেশ চন্দ্র ভৌমিক, চন্দ্রমােহন সাহা, নীলমােহন সাহা প্রমুখের উদ্যোগে ১৯১১ সালে রায়গঞ্জ করােনেশন হাইস্কুলের প্রতিষ্ঠা হয় । ১৯১১ সালে পঞ্চম জর্জ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইংল্যান্ডের রাজ সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন। সম্ভবত তাঁর রাজ্যাভিষেকের ঘটনাকে মনে রাখার জন্য এই বিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল রায়গঞ্জ করােনেশন হাইস্কুল।এদিন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিতিকণ্ঠ দত্ত বলেন, এদিন আমাদের বিদ্যালয়ের ১১৩তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। সকলের উপস্থিতিতে বিদ্যালয়ের পতাকা উত্তোলন,  সঙ্গীত পরিবেশন, পুরোনো  স্মৃতিচারণা এবং সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।’ এদিন ১১২ বছর অতিক্রম করে ১১৩ বছরে পা রাখল এই গর্বের শিক্ষা প্রতিষ্ঠান। এদিন এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্কুলের  স্মৃতি রোমন্থন করেন শিক্ষক প্রিয়রঞ্জন পাল, আবৃত্তি পরিবেশন করেন কিঞ্জল, একক ও সমেবত সংগীত পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মলয় রায়। স্কুলের এই প্রতিষ্ঠা দিবসে শহরের বাইরে থাকা প্রাক্তনীরাও ভেসেছেন আবেগে এবং  নিজেদের মধ্যে ব্যস্ত থেকেছেন স্মৃতি রোমন্থনে।

Leave a Comment