News Britant

কমতে চলেছে কি শীতের প্রকোপ, দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ ডেস্কঃ এবছর কি দ্রুতই কমতে চলেছে শীতের প্রকোপ, সে দিকে তাকিয়ে রয়েছে কৃষিজীবি পরিবার থেকে সাধারণ মানুষ। শীতের মরশুমে পর্যটন শিল্প যখন ফুলে ফেঁপে উঠেছে, তখন হঠাৎ করে জানুয়ারি মাসের মাঝামাঝি বাতাসের তাপমাত্রা বাড়তে থাকায় কিছুটা হলেও চিন্তার ভাঁজ আবহবিদদের। এমন পরিস্থিতিতে উত্তর বঙ্গের জেলা গুলোতে আগামী কয়েকটা দিন কেমন থাকবে, সে বিষয়ে পূর্বাভাস দিল উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌশম সেবা কেন্দ্র।

সেখানকার নোডাল অফিসার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১৮ থেকে ২২শে জানুয়ারী সমগ্র উত্তর বঙ্গে পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলায় আগামী ১৮ থেকে ২২শে জানুয়ারী বৃষ্টির সম্ভাবনা নেই।কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী ১৮ থেকে ২২শে জানুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা ১৮-২১ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে।

উত্তর দিনাজপুরে আগামী ১৮ থেকে ২২শে জানুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ৮-১১ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে। জলপাইগুড়িতে আগামী ১৮ থেকে ২২শে জানুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা ১৮-২১ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে।

সতর্কতা হিসেবে বলা হয়েছে, শীতের প্রভাব আরও বাড়ার সম্ভাবনা আছে। বেশীরভাগ যায়গায় কুয়াসার প্রভাব থাকবে। সকাল ও সন্ধ্যা বেলা দৃশ্যমানতা কমবে, গাড়ি চালানোর সময় সাবধান থাকার উপদেশ দেওয়া হছে। হিমালয় পার্বত্য অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment