News Britant

অবসরে প্রিয় শিক্ষক তাপস জোয়ারদার, স্কুলকে উপহার দিলেন জলছত্র

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, কালিয়াগঞ্জঃ দীর্ঘ শিক্ষকতার জীবন থেকে অবসর নিলেন কালিয়াগঞ্জ পার্বতীসুন্দরী হাই স্কুলের সহকারী শিক্ষক তাপস জোয়ারদার। তাঁর বিদায় সংবর্ধনার দিন তিনি স্কুলের সকলের জন্য লক্ষাধিক টাকা খরচ করে তুলে দিলেন একটি বিশালাকার পানীয় জলের জলছত্র। চাকুরী জীবন থেকে তাপস বাবুর বিদায় সংবর্ধনার দিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন সহ শিক্ষক থেকে স্কুলের বর্তমান ও প্রাক্তনীরাও।

জানা গেছে, শিক্ষকতা জীবনের বাইরে তাপস জোয়ারদার ব্যক্তিগত জীবনে একজন বিজ্ঞান কর্মী, পরিবেশ রক্ষার আন্দোলনের সাথে যুক্ত। স্কুলের পড়ুয়াদের মধ্যে তাঁর জনপ্রিয়তা লক্ষ্যনীয়। পাহাড় প্রেমী ও বিভিন্ন দুর্গম পর্বতাভিযানে অংশ নেওয়া তাপস বাবু জানান, তিনি প্রাণীবিদ্যা নিয়ে স্নাতকোত্তর ও বি এড ডিগ্রি নিয়ে শিক্ষকতা শুরু করেন ১৯৮৭ সালের ২৪শে নভেম্বর। ৬ই ডিসেম্বর ১৯৬২ সালে জন্ম গ্রহণ করে বিগত ৩১শে ডিসেম্বর চাকরি জীবন থেকে অবসর নেন।

এদিন মঙ্গলবার ছিল স্কুলের পক্ষ থেকে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সেখানেই তিনি স্কুলের সকল পড়ুয়া, শিক্ষকদের জন্য প্রয়োজনীয় একটি বিশালাকার পানীয় জলের জলছত্র উপহার হিসেবে তুলে দেন স্কুলের হাতে। এদিন ফিতে কেটে এই জলছত্রের শুভ উদ্বোধন করেন তাপস জোয়ারদার, স্কুলের প্রধান শিক্ষক নন্দন সাহা সহ স্কুলের পরিচালন সমিতি ও স্কুলের একাধিক শিক্ষকেরা। এরপর তাপস বাবু বলেন, আমার সারা শিক্ষকতা জীবন যাদের মধ্যে কেটেছে, যাদের জন্য আমার পরিচিতি ঘটেছে, এটা তাদেরকে অবসর জীবনের উপহার হিসেবে তুলে দিলাম। শেষ বেলায় তাপস বাবুর সাথে দেখা করেন স্কুলের প্রাক্তনীরাও।

Leave a Comment