News Britant

ভারত জোড়ো যাত্রায় কর্মীরা ফিরে পাচ্ছে মনোবল, দাবি মোহিতের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ পশ্চিমবঙ্গের সাগর থেকে পাহাড় পর্যন্ত শুরু হয়েছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি। বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলায় এই ভারত জোড়ো যাত্রার সাগর থেকে পাহাড় কর্মসূচি শুরু হবে ইটাহার থেকে। জেলার ক্ষেত্রে এই কর্মসূচি শেষ হবে চোপড়াতে গিয়ে আগামী শুক্রবার। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের জেলা কংগ্রেস কার্যালয়ে বসে এমনটাই জানালেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।
তিনি বলেন, আগামী ১৮ই জানুয়ারি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে প্রদেশ সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে “সাগর থেকে পাহাড়ে” যাত্রায়  উত্তর দিনাজপুর জেলার যাত্রা কর্মসূচি শুরু হবে। আগামী ২০শে জানুয়ারি চোপড়ায় এই কর্মসূচি শেষ হবে। প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, এই কর্মসূচিতে অংশ নেবেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য, ইমরান আলি রমজ সহ জেলার কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী, রাজীব গান্ধীর কাটআউট ও কংগ্রেসের পতাকায় ছেয়েছে রায়গঞ্জের রাজপথ।  স্লোগান উঠেছে নফরত ছোড়ো, ভারত জোড়ো। এদিনের প্রেস মিটে মোহিত বাবুর সাথে ছিলেন তিলক তীর্থ ভৌমিক, তন্ময় দত্ত সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব।

Leave a Comment