




#মালবাজারঃ শ্মশান কালি মন্দিরের জায়গায় কিছু মানুষ দখল করার অভিযোগ উঠলো। মালবাজার মহকুমা অধীনে ওদলাবাড়ি চেল নদী সংলগ্ন এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনা স্থলে আসে আসে মালবাজার পুলিশ। শ্মশান কালি মন্দির কমেটির সদস্য মধুসুধন দাস বলেন, বহু পুরনো এই মন্দির। এখানে রয়েছে গোসালা, কালি মন্দিরের পাশাপাশি বিভিন্ন দেবদেবীর মন্দির। বহু জায়গায় জুরে এই মন্দির রয়েছে।


তবে কিছুদিন যাবত দেখা যাচ্ছে মন্দিরের পশ্চিম পাশের কিছু পরিবার মন্দিরের জমি দখল করে কনষ্টাকশনের কাজ করছে। ইতি মধ্যে মন্দিরের পুকুরে শৌচালয় তৈরি করছে একটি পরিবার। আর এতেই এলাকার মানুষ প্রতিবাদ জানায়। এব্যাপারে পুলিশ কে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে শম্ভুনাথ গিরি বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বহু বছর আগে এই জায়গা আমাদেরই ছিলো। যখন এই মন্দির তৈরি হয়, তখন আমার বাবা এই পুকুরের মাটি মন্দির কমেটিকে দিয়েছিলো কিন্তু পুকুরটি দেয় নি। এখন ওই পুকুর এলাকায় আমাদের একটা শৌচালয় করছি এতেই কিছু লোকের আপত্তি।


ইতি মধ্যে ওয়েল ইন্ডিয়ার পাইপ লাইনের জায়গায় আমাদের যে পুরনো শৌচালয় ছিলো, সেটা সরিয়ে নিয়ে যেতে বলেছে ওয়েল ইন্ডিয়া কম্পানী। তাই কিছুটা দূরে এই শৌচালয় করছি। পাশাপাশি আমার পাশেও আর একটি বাড়ির কাজ হচ্ছে সেই বাড়ির কাজও করতে বাধাপ্রাপ্ত হচ্ছে তারা।আমরাও পুলিশকে জানিয়েছি। মালবাজার পুলিশ জানিয়েছে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। সেখানেই আলোচনার মাধ্যমে সমাস্যা সমাধানের চেষ্টা করা হবে।









