



ইসলামপুর: সম্প্রতি চোপড়ায় তৃণমূল এর এক কর্মীর খুনের ঘটনার পর তার স্মরণসভায় এসে অবিলম্বে এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত দোষীদের গ্রেপ্তার করার দাবি জানালেন সংগঠনের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। সোমবার চোপড়া ব্লকের গোয়া বাড়িতে মৃত কর্মী মোস্তফা কামালের স্মরণ সভায় তিনি বলেন, দলের নির্দেশমতো তার পরিবারের হাতে এদিন দুই লক্ষ টাকা দেওয়া হল।
ওই খুনের ঘটনায় অভিযুক্ত অপরাধীরা গ্রেফতার হলে মৃত কর্মীর আত্মার শান্তি হবে বলে তিনি মনে করেন। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন জানান, মৃত কর্মীর পরিবারের পাশে পার্টি রয়েছে। দশ থেকে বারো জনের নামে অভিযোগ হলেও এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অবিলম্বে যারা ওই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সিপিএম কংগ্রেস জোট এর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, এলাকাকে অশান্ত করছে তারা। তাই জোট ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।
