News Britant

শহরে এক বাড়িতে সিঁদ কেটে দুঃসাহসীক চুরি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: সিঁদ কেটে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসীক চুরির ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল। গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের ১৪ নং ওয়ার্ডে। গৃহকর্তার নাম উত্তম কুমার বিশ্বাস। পেশায় তিনি মাছ ব্যবসায়ী। তিনি বলেন গত কাল গভীর রাতে সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই মুহুর্তে দুস্কৃতীরা সিঁধ কেটে বাড়িতে ঢুকে লুঠতরাজ চালায়।
উত্তম বাবুর দাবী তার বাড়িতে নগদ ৩০ হাজার টাকা ছিল। সেই টাকা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতীরা। সকালে বিষয়টি টের পেয়ে সকলেই হতবাক। চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে। এই বিষয়টি জানানো হয় কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাসকে। তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগ জানানো হয়েছে থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment